ইন্ডাস্ট্রিতে ইনসেন্টিভ প্রত্যাহার, পশ্চিমবঙ্গ সরকারের এক বলিষ্ঠতম পদক্ষেপ যা ভারতবর্ষের মধ্যে সবথেকে প্রথম। কোটি কোটি টাকা শিল্পপতিদেরকে ইন্ডাস্ট্রি তৈরি করবার সময় ইনসেন্টিভ বাবদ না দিয়ে সেই টাকা গরীব খেটে খাওয়া মানুষের সামাজিক উন্নয়নের স্বার্থে ব্যবহার করলে, সাধারণ গরিব মানুষের হাতে টাকার যোগান আসবে, ক্রয় ক্ষমতা আরো বাড়বে, চাহিদা বাড়বে , ফলে ইন্ডাস্ট্রিতে উৎপাদিত পণ্যের বাজার বৃদ্ধি পাবে। আশা করা যায় , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বর্তমান এই শিল্পনীতির প্রকৃত ফলাফলের ওপর দেশের অন্যান্য রাজ্যগুলির শিল্পনীতি নতুন করে তৈরি হবে ,গরিব খেটে খাওয়া মানুষের সামাজিক উন্নয়নের স্বার্থে ।