Founder, leaderdekho.com
আজ ভারতীয় সময় রাত 10 টাতে,ইংরেজি 27 শে মার্চ 2025 মমতা ব্যানার্জি ,বাংলার মুখ্যমন্ত্রীর, লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ ।
পশ্চিমবাংলার কাছে যা অত্যন্ত গর্বের বিষয়।
লন্ডনের সেই অক্সফোর্ড ইউনিভার্সিটি যেখানে এর আগে বিশ্বের বিভিন্ন প্রান্তের নোবেল পদক প্রাপ্ত মহিলারা বক্তব্য করছেন । নোবেল পদক প্রাপ্ত : 1946 – এ এমিলি গ্রীনে বালচ ( Emily Green Balch),1982 তে আলভা মিইর্ডল ( Alva Myrdal), 1991 এ আং সান সু কি (Aung San Suu Kyi ),1992 এ রিগোবেরটা মেঞ্চু তুম (Rigoberta Menchu Tum),2003 এ শিরিন ইবাদি ( Shirin Ebadi) ,2004 এ ওয়াংরি মাথাই ( Wangri Maathai) ,2014 তে মালালা ইউসাফজাই ( Malala Yousafzai)।

গরিব পরিবারে জন্মালেও মমতা ব্যানার্জি ,মাননীয়া মুখ্যমন্ত্রী ,পশ্চিমবাংলা ,উনার কাজের দ্বারা আজ উনি লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এ বক্তব্য রাখবার বিরলতম সুযোগ পেয়েছেন। বিশ্বের দরবারে পশ্চিমবাংলার জন্য ওনার সামাজিক ,অর্থনৈতিক ,সাংস্কৃতিক উন্নয়নের কাজকে উপস্থাপিত করতে পারবেন।

ইতিহাস বলছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পূর্বতন মহিলা বক্তারা সবাই নোবেল পদক প্রাপ্ত ছিলেন , আর আজ উনি উনার ভাষণে কন্যাশ্রী ,লক্ষ্মীর ভান্ডার ,মুক্তির আলো ,বিশ্ববাংলা , স্বাস্থ্যসাথী প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে, বিশ্বের সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব রেখে , ইংরাজি 11 সেপ্টেম্বর ১৮৯৩ সালের স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা স্মরণে রেখে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষকে , এ আই এর যুগে বিশ্বের কাছে নতুন ভাবে পরিচয় করাবেন, বলে আশা করি। উনার প্রত্যেকটা সামাজিক কাজ বিশ্বের কাছে সত্যিই অনুকরণীয়।

মাননীয়া মুখ্যমন্ত্রী ,মমতা ব্যানার্জির আজকের লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি তে ভাষণের সাফল্য ,পশ্চিমবাংলার প্রত্যেক মা ,মেয়ে ,বোন ,দিদির সাফল্যের কথা।

ইতিহাস স্মরণ রাখবে আজকের দিন ।
: রাজদীপ দাস,
Founder, leaderdekho.com